হাওড়ার শিবপুরের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউটেন্সির ছাত্রী গরিমা ধানুকার (২০) মৃত্যু রহস্যের কোনও সূত্র এ পর্যন্ত না মিললেও পুলিশের ধারণা, গঙ্গায় ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বটানিক্যাল গার্ডেন থানা এলাকার কলেজ রোডের বাসিন্দা ওই তরুণী টিউশন নিতে বেরিয়ে কী করে গঙ্গায় ডুবে মারা গেলেন, সেই প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি।
নিজস্ব সংবাদদাতা
১৭ ফেব্রুয়ারি, ২০১৯