এ দিন প্রথমে টিকাকরণ কেন্দ্রে তেমন ভিড় না হলেও বেলা যত বেড়েছে, তমলুক-সহ পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার মোট ৯টি কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন তালিকাভুক্ত ব্যক্তিরা।
খড়্গপুরে ফেরার খবর পেয়েই শনিবার প্রেমচাঁদের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান প্রদীপ। ঘণ্টা খানেক সময় কাটান সবার সঙ্গে। প্রেমচাঁদের সুস্থতা কামনা করেন প্রদীপ।
২ বাইক আরোহী রাস্তার এক দিক থেকে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি বাস চলে আসে। ধাক্কা খেয়ে তাঁরা বাসের তলায় চলে যান।
করোনার জেরে ভিন রাজ্য থেকে প্রতিটি জেলায় বাড়ি ফিরে এসেছেন প্রচুর মানুষ। তাঁদের অনেকে আস্তে আস্তে কাজের জায়গায় ফিরেও গিয়েছেন। অনেকেই আবার বাড়িতেই রয়ে গিয়েছেন।
আগামী ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল নেত্রীর এটি প্রথম কর্মসূচি।