Advertisement
২৩ এপ্রিল ২০২৪

না ফিরলেই মরতে হত না, আক্ষেপ

অবৈধ ভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার বড়জোড়ার বাগুলি এলাকার ‘বড়জোড়া নর্থ কোলিয়ারি’-তে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে মালিয়াড়া গ্রামের তিন জনের। তাঁদের মধ্যে হাবল বাগদি (৫০) ও বিশ্বনাথ বাগদি (৪৭) দুই ভাই। মৃত্যু হয়েছে গ্রামেরই কল্পনা বাগদির (৫০)।

ঝুঁকি: বড়জোড়া নর্থ কোলিয়ারি এই পথ দিয়েই কয়লা তুলতে খনির ভিতরে লোকজন যাতায়াত করেন বলে অভিযোগ। ছবি: বিকাশ মশান

ঝুঁকি: বড়জোড়া নর্থ কোলিয়ারি এই পথ দিয়েই কয়লা তুলতে খনির ভিতরে লোকজন যাতায়াত করেন বলে অভিযোগ। ছবি: বিকাশ মশান

নিজস্ব সংবাদদাতা
বড়জোড়া শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৭
Share: Save:

এলাকায় কাজ নেই। ওড়িশায় চলে গিয়েছিলেন মালিয়াড়ার বাগদিপাড়ার বাসিন্দা হাবল বাগদি (৫০)। সেখানে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ নিয়েছিলেন। হাবলের স্ত্রী সন্ধ্যা জানান, ওড়িশায় গিয়ে পরপর অসুখ হচ্ছিল। তাই কয়েক মাস আগে ফিরে এসেছিলেন গ্রামে। তাঁর আক্ষেপ, ‘‘এখানে ফিরে কোনও কাজ না জোটায় কয়লা তুলতে যেত। এখন মনে হচ্ছে ওড়িশা থেকে না ফিরলে এই দিনটা অন্তত দেখতে হত না।’’

অবৈধ ভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার বড়জোড়ার বাগুলি এলাকার ‘বড়জোড়া নর্থ কোলিয়ারি’-তে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে মালিয়াড়া গ্রামের তিন জনের। তাঁদের মধ্যে হাবল বাগদি (৫০) ও বিশ্বনাথ বাগদি (৪৭) দুই ভাই। মৃত্যু হয়েছে গ্রামেরই কল্পনা বাগদির (৫০)। নিখোঁজ রিঙ্কু বাউড়ির নামে বছর বাইশের এক বধূও। রাত পর্যন্ত তাঁর খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিজনেরা। ঘটনার পরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না বিশ্বনাথের স্ত্রী নমিতা। কথা বলার মতো অবস্থাতেই ছিলেন না তিনি। আত্মীয়েরা জানাচ্ছেন, মিনি বাস চালাতেন বিশ্বনাথ। সম্প্রতি একটি দুর্ঘটনায় পড়েন। তার জেরে ড্রাইভিং লাইসেন্স খোয়াতে হয়। আর বাস চালাতে পারেননি। হাতে কাজ না থাকায় কোলিয়ারিতে গিয়েছিলেন কয়লা সংগ্রহে। কল্পনা বাগদির (৫০) স্বামী মারা গিয়েছেন কয়েক বছর আগেই। তাঁর বৌমা সাগরি বাগদি বলেন, “আমরা খুবই গরীব। বাধ্য হয়েই শাশুড়ি কয়লা তুলতে যেতেন।’’

নিখোঁজ রিঙ্কু বাউরির বছর দুয়েকের সন্তান রয়েছে। রিঙ্কুর স্বামী রাকেশ বাউড়ি বলেন, “খুবই চিন্তার মধ্যে আছি। আমি নিজে দিনমজুরি করি। সব দিন কাজ পাই না। তাই সংসারের স্বার্থেই আমার স্ত্রী কয়লা তুলতে গিয়েছিল। আমরা চাই পুলিশ দ্রুত খুঁজে বের করুক ওকে।’’

বড়জোড়া নর্থ কোলিয়ারিতে উত্তোলন বন্ধ থাকায় কয়লা চুরি হচ্ছে বলে দীর্ঘ দিনের অভিযোগ। কয়লা উত্তোলনের দ্বায়িত্ব পাওয়া সংস্থার তরফে নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে ওই কোলিয়ারিতে। তার পরেও কেন এই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে এই ঘটনা রুখতে এ বার গ্রামের মানুষকে সচেতন করতে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন মালিয়াড়া পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু তেওয়ারি। তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে কয়লা সংগ্রহ করতে গেলে কতবড় বিপদ হতে পারে তা এই ঘটনা বুঝিয়ে দিয়েছে। আমরা গ্রামে মানুষকে সচেতন করব এ নিয়ে। পাশাপাশি কয়লা উত্তোলনে দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থাকে পঞ্চায়েতের তরফে পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা করার নোটিস পাঠানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE