E-Paper

দুনিয়া ডায়েরি: ‘স্বাধীনতা’র এক বছর, আনন্দে মাতল সিরিয়া

সিরিয়ার হাওয়ায় ভাসছে তাদের ‘অপ্রাতিষ্ঠানিক জাতীয় সঙ্গীত’— “মাথা উঁচু করো সিরিয়াবাসী, তোমরা এখন স্বাধীন।”

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৬

মাঝরাত পেরিয়েও দামাস্কাসের রাস্তায় মানুষের ঢল; মুহুর্মুহু বাজি ফাটছে, তার রোশনাইয়ে আকাশ প্রায় দিনের মতো উজ্জ্বল। গাড়ির হর্ন বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন মানুষ, রাস্তার পাশের সব বাড়ির দরজা-জানালা হাট করে খোলা। এই উদ্‌যাপন স্বাধীনতার— স্বৈরতন্ত্রী শাসক বাশার অল-আসাদের পতনের এক বছর পূর্ণ হল ৮ ডিসেম্বর। সিরিয়ার হাওয়ায় ভাসছে তাদের ‘অপ্রাতিষ্ঠানিক জাতীয় সঙ্গীত’— “মাথা উঁচু করো সিরিয়াবাসী, তোমরা এখন স্বাধীন।” আরব বসন্তের ঢেউ আছড়ে পড়েছিল যে দেশগুলিতে, তার মধ্যে সিরিয়া অন্যতম। পরবর্তী এক দশকেরও বেশি চলল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। শেষে যখন আসাদের পতন ঘটল, তত দিনে দেশের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত। এক বছর পরেও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার টাকাটুকু জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন দেশবাসী। ‘স্বাধীনতা’র বর্ষপূর্তির আনন্দেও ঢাকা পড়ল না সেই উদ্বেগ।

উদ্‌যাপন: দামাস্কাসের প্রাণকেন্দ্রে জনজোয়ার, ৮ ডিসেম্বর ২০২৫।

উদ্‌যাপন: দামাস্কাসের প্রাণকেন্দ্রে জনজোয়ার, ৮ ডিসেম্বর ২০২৫। ছবি: পিটিআই।

দিনেদুপুরে

প্যারিসের ল্যুভর থেকে রত্ন চুরির দু’মাসের মধ্যেই ব্রাজ়িলের সাও পাওলোর বৃহত্তম গ্রন্থাগারে বিশেষ প্রদর্শনীর শেষ দিনে ডাকাত পড়ল। ফরাসি শিল্পী মাতিস-এর আটটি ও ব্রাজ়িলীয় চিত্রশিল্পী কান্দিদো পোর্তিনারির কমপক্ষে পাঁচটি বহুমূল্য খোদাইশিল্প চুরি গেল। সারি সারি নজরদার, মুখ চেনার অত্যুন্নত পদ্ধতির ক্যামেরাকে ঠকিয়ে দুই সশস্ত্র চোর সকাল দশটা নাগাদ মূল দরজা দিয়ে ঢোকে, রক্ষী ও এক দর্শক দম্পতিকে আটকে লুটপাট চালিয়ে একই পথে পালায়। বস্তা কাঁধে তাদের মেট্রোর দিকে ছুটতে দেখা গেছে, ভিডিয়ো দেখে পাকড়াও হয়েছে এক সন্দেহভাজন। টিনটিনের গল্প বা রোমহর্ষক সিনেমার মতো এই চুরির পর গোটা বিশ্ব তটস্থ। চোরাই শিল্পের বাজার যে রমরমিয়ে চলছে, তা নিয়ে সংশয় নেই।

রাত-জাগা ‘তারা’

প্রাচ্যের তিন জ্ঞানী আকাশে দেখলেন অদ্ভুত তারা, তার চলন অনুসরণে হাজির হলেন বেথলেহেমে, শিশু জিশুর দুয়ারে। বাইবেলের এই ‘গল্প’ বহুচর্চিত। তবে নাসা-র জ্যোতির্বিজ্ঞানী মার্ক ম্যাটনি সম্প্রতি জানালেন, এ গল্প হলেও সত্যি, শুধু ‘তারা’র জায়গায় ধূমকেতু পড়তে হবে। মার্কের বক্তব্য, প্রাচীন চিনা জ্যোতির্বিজ্ঞানে খ্রিস্টপূর্ব ৫ অব্দে এক ধূমকেতুর তথ্য মিলছে, যার সঙ্গে বাইবেলের, বিশেষত ম্যাথু-বর্ণিত তারার ভ্রমণ-কক্ষপথের বৈজ্ঞানিক মিল আছে। খ্রিস্টের জন্মকালও মনে করা হয় ওই সময়েই। আর ধূমকেতুটা পৃথিবীর এত কাছ দিয়ে যাচ্ছিল যে, তাকে নাকি দিনের বেলাতেও খালি চোখে দেখা সম্ভব ছিল সেকালে!

অর্থে টান

আন্তর্জাতিক নেতা এবং লোকহিতৈষীরা সম্প্রতি পোলিয়ো নির্মূলের জন্য ১.৯ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছেন বটে, কিন্তু এ ক্ষেত্রে একটি বড় তহবিল ঘাটতি থেকে যাচ্ছে উচ্চ আয়ের দেশগুলি বিদেশি সাহায্য কমানোর ফলে। ব্রিটেন ও জার্মানি ইতিমধ্যেই ২০২৬-এর জন্য তহবিল কমিয়েছে। তা ছাড়া, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ফলেও প্রভাবিত হয়েছে এই প্রকল্পের অর্থের জোগান। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত বিশ্বে পোলিয়ো নির্মূল উদ্যোগের তহবিল ঘাটতি এখন দাঁড়িয়েছে ৪৪০ মিলিয়ন ডলারে। বিশ্বের বহু দেশ থেকে পোলিয়ো নির্মূল হয়ে গেলেও, আফগানিস্তান ও পাকিস্তানে এটি এখনও প্রকট। তা ছাড়া, নতুন রূপে তার আবির্ভূত হওয়ার ঝুঁকি রয়েছে ১৮টি দেশে। এমন পরিস্থিতিতে, প্রয়োজনীয় অর্থের অভাবে শেষ পর্যন্ত বিশ্ব থেকে পোলিয়ো নির্মূল করা আদৌ সম্ভব হবে কি না, সেই আশঙ্কা থাকছেই।

লক্ষ্য: শিশুর মুখে পোলিয়োর টিকা।

লক্ষ্য: শিশুর মুখে পোলিয়োর টিকা।

জনপ্রিয় বিটকয়েন

সুইৎজ়ারল্যান্ডের লুগানো শহরে কফি খাওয়া থেকে স্কুলের ফি দেওয়ার ক্ষেত্রেও সুইস ফ্রাঙ্ক-এর বদলে বিটকয়েন ব্যবহার করছেন মানুষ। ২০২২-এ এক ক্রিপ্টো-কারেন্সি সংস্থার সহযোগিতায় এমন উদ্যোগের শুরু, লক্ষ্য: ক্রিপ্টো-কারেন্সি সম্পর্কে মানুষকে অবগত করা, লুগানোকে বিটকয়েনের ইউরোপীয় কেন্দ্রে পরিণত করা। শহরবাসীর বিটকয়েন গ্রহণের অন্যতম কারণ, এ ক্ষেত্রে প্রতি লেনদেনের জন্য যে প্রক্রিয়াকরণ ফি দিতে হয় তা ডেবিট বা ক্রেডিট কার্ড সংস্থার নেওয়া প্রক্রিয়াকরণ ফি-এর তুলনায় কম। তবে, গণপরিবহণ, জ্বালানি, দন্তচিকিৎসা, বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে এর ব্যবহার হচ্ছে না। ঝুঁকির বিষয়টি মাথায় থাকলেও, যে ভাবে শহরে ক্রিপ্টো-কারেন্সি সংস্থার সংখ্যা বাড়ছে তাতে ভবিষ্যতে এর প্রসারের ইঙ্গিত স্পষ্ট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Damascus Brazil

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy