E-Paper

যৎকিঞ্চৎ

ভারতীয়দের অবশ্য এটাই রুটিন, সকাল ১১টায় কে দুপুরের খাবার খেতে যায় বাপু, তখন তো সবে দ্বিতীয় প্রস্ত চা-পানের সময়!

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০৫:৪৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

লাঞ্চ, টি-ব্রেক, স্টাম্পস। টেস্ট ক্রিকেটের এই ধ্রুপদী ক্রম পাল্টে যাচ্ছে গুয়াহাটির সৌজন্যে। সেখানে সূর্য ওঠে জলদি, পাটেও যায় দ্রুত। তাই খেলার সময় বাঁচাতে ও বাড়াতে উত্তর-পূর্বের এ শহরে আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে আগে হবে চায়ের বিরতি, পরে মধ্যাহ্নভোজনের। ভারতীয়দের অবশ্য এটাই রুটিন, সকাল ১১টায় কে দুপুরের খাবার খেতে যায় বাপু, তখন তো সবে দ্বিতীয় প্রস্ত চা-পানের সময়! খেলার মাঠে অন্তত সাহেবি রুটিন গুলিয়ে দেওয়া গেল যা হোক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

guwahati India vs South Africa

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy