লাঞ্চ, টি-ব্রেক, স্টাম্পস। টেস্ট ক্রিকেটের এই ধ্রুপদী ক্রম পাল্টে যাচ্ছে গুয়াহাটির সৌজন্যে। সেখানে সূর্য ওঠে জলদি, পাটেও যায় দ্রুত। তাই খেলার সময় বাঁচাতে ও বাড়াতে উত্তর-পূর্বের এ শহরে আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে আগে হবে চায়ের বিরতি, পরে মধ্যাহ্নভোজনের। ভারতীয়দের অবশ্য এটাই রুটিন, সকাল ১১টায় কে দুপুরের খাবার খেতে যায় বাপু, তখন তো সবে দ্বিতীয় প্রস্ত চা-পানের সময়! খেলার মাঠে অন্তত সাহেবি রুটিন গুলিয়ে দেওয়া গেল যা হোক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)