শেষ পর্যন্ত জিতল মণ্ডপে মণ্ডপে ঘোরার উন্মাদনাই। মাঝেমধ্যেই বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল ঝুপ্পুস; কোথাও প্যান্ডালে ঢোকার লাইনে দাঁড়িয়ে ভিজতে হল, কখনও আবার মাঝরাস্তায়। কিন্তু, পুজোয় ঘোরাঘুরি বন্ধ হল না কারও। হয়তো সেই আনন্দের ছোঁয়া লাগল প্রকৃতির মনেও, তাই দু’-এক পশলার বেশি বৃষ্টি নামল না এ বছর পুজোর দিনগুলোয়। বছরভর এঁটুলি যে নিরানন্দ, তা পেরিয়ে বাঙালির এই কয়েক দিনের ফুর্তিকে মাটি করতে বোধ হয় বৃষ্টিরও কষ্ট হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)