চোদ্দো হাজারের বেশি পুরুষ ‘লাডকী বহীণ’ প্রকল্প থেকে প্রতি মাসে টাকা পাচ্ছিল মহারাষ্ট্রে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে, অন্যদের চেয়ে এরা ঢের ভাল। মেয়েদের কেন টাকা দেওয়া হবে বলে এরা হিংসুটেপনা করেনি; ভিক্ষা-টিক্ষা বলে মুখও বাঁকায়নি। এমনকি, পুরুষ হওয়ার বিকট গুমোরও আঁকড়ে থাকেনি— দিব্য মেয়ে সেজে আবেদন করেছিল প্রকল্পে। আজ এই জেন্ডার ফ্লুয়িডিটির যুগে— জন্মসূত্রে পুরুষ বলেই এদের থেকে টাকা কেড়ে নিলে তার জন্য সমাজের দু’ফোঁটা চোখের জলও কি পড়বে না?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)