Advertisement
১৮ এপ্রিল ২০২৪
নতুন আইনটি চালু হলে হকারদের আর কখনও সরানো যাবে না

চিরস্থায়ী বন্দোবস্তের আগে

নতুন আইনটি অদূর ভবিষ্যতে এক বার চালু হয়ে গেলে রাস্তার হকারদের আর কোনও দিনই সরানো সম্ভব হবে না। 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

জহর সরকার
শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০০:২১
Share: Save:

হয়তো সত্যিই এই আইন পুলিশি জুলুম থেকে হকারদের বাঁচাতে পারবে। কিন্তু স্থানীয় তোলাবাজদের হাত থেকে তাঁদের রক্ষা করবে কে? এই আইনের ৪ নম্বর ধারা অনুয়ায়ী লাইসেন্স বিলি করা, এবং ৫ নম্বর ধারা অনুযায়ী লাইসেন্স নবীকরণ ও উত্তরাধিকার নিশ্চিতকরণ— এই সবের আগে এখনও ভেবে দেখার সময় আছে। ঠান্ডা মাথায় ভাল করে ভেবে নিয়ে, ফুটপাত আর সংলগ্ন রাস্তার প্রতিটি ইঞ্চি চিরতরে বেহাত হয়ে যাওয়ার আগে, অঞ্চল ধরে ধরে ঠিক করা দরকার যে, ‘হকার অঞ্চল’ ঠিক কোথায় কোথায় তৈরি হওয়া উচিত। আমরা জানি যে, বাস্তবিক হকারদের ছাড়া আমাদের রোজকার জীবন অচল। সবজি বিক্রেতা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান, এমনকি পুরনো বইয়ের স্টলও আমাদের প্রাত্যহিক জীবনের অঙ্গ। কিন্তু প্রশ্নটা হল: কত স্টল? এবং কোথায় কোথায়? পরবর্তী চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাওয়ার আগে এই প্রশ্নের সমাধান জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hawker Kolkata Street
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE