ব্রিটেনের গুপ্তচর সংস্থা এমআই-সিক্স’এর শীর্ষে এই প্রথম বসতে চলেছেন এক নারী, ব্লেজ় মেট্রেওয়েলি। এই অবধি শুনেই চোখ কপালে উঠতে পারে, জেমস বন্ডের ছবিতে তো কবে থেকেই বিশ্ব দেখে আসছে ‘এম’-রূপী জুডি ডেঞ্চকে: প্রবল ব্যক্তিত্ব, অবিশ্বাস্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় যিনি তুলনারহিত। সিনেমার এমআই-সিক্স বাস্তবের চেয়ে এগিয়ে আছে কয়েক দশক। তবু, দেরিতে হলেও এ ভাল হল। একটাই আক্ষেপ, বাস্তবের ‘এম’ তো থাকবেন সবারই ধরাছোঁয়ার বাইরে, সিনেমারও!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)