Advertisement
E-Paper

বড়সড় কোনও অপঘটনা ঘটে যাবে না তো!

খ্যাতনামা ফরাসি ডিজাইনার সোফি থিয়ালের পাকাপাকি বাস নিউইয়র্কেই। গত আট বছর ধরে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাক বানিয়ে এসেছেন তিনিই। এ বার আচমকাই ছোটখাট একটা বোমা ফাটিয়েছেন সোফি।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০০:৩৭
রাজনীতি-কূটনীতির জগতে ডোনাল্ড ট্রাম্প নামের এক আগন্তুক বিশ্ব জুড়ে, মার্কিন মুলুক জুড়ে তুমুল আশঙ্কার এক মেঘকে ঘনিয়ে আনতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন। ছবি সংগৃহীত।

রাজনীতি-কূটনীতির জগতে ডোনাল্ড ট্রাম্প নামের এক আগন্তুক বিশ্ব জুড়ে, মার্কিন মুলুক জুড়ে তুমুল আশঙ্কার এক মেঘকে ঘনিয়ে আনতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন। ছবি সংগৃহীত।

খ্যাতনামা ফরাসি ডিজাইনার সোফি থিয়ালের পাকাপাকি বাস নিউইয়র্কেই। গত আট বছর ধরে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাক বানিয়ে এসেছেন তিনিই। এ বার আচমকাই ছোটখাট একটা বোমা ফাটিয়েছেন সোফি। ভাবী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাক বানাতে সরাসরি অস্বীকার করেছেন তিনি। শুধু তাই নয়, খোলা চিঠি লিখে তার কারণও জানিয়ে দিয়েছেন, ‘জাতি ও সম্প্রদায় বিদ্বেষে ভরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্কীর্ণ রাজনৈতিক মতাদর্শের’ প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত।

সোফি যখন এই চিঠি লিখছেন, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম তিন ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করছেন। তিনটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ— সিআইএ ডিরেক্টর, অ্যাটর্নি জেনারেল এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর। তিন জনই বিশেষত মুসলিমদের প্রসঙ্গে অত্যন্ত কট্টরপন্থী হিসাবে পরিচিত। কেউ প্রকাশ্যে ইসলামকে ‘ক্যানসার’-এর সঙ্গে বারংবার তুলনা করেছেন, কেউ বা মুসলিম অভিবাসীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা চাপানোর পক্ষে সওয়াল করেছেন, কট্টর হওয়ার প্রতিযোগিতায় অন্যদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কেউ বা। ফলে প্রত্যাশিত ভাবেই, আমেরিকায় এবং বিশেষত মুসলিম-বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। হোয়াইট হাউসে পালাবদলের আগেই আশঙ্কা-উদ্বেগ-প্রতিবাদের পরিবেশ এখন জাঁকিয়ে বসছে মার্কিন দেশে।

সংশয় নেই, রাজনীতি-কূটনীতির জগতে ডোনাল্ড ট্রাম্প নামের এক আগন্তুক বিশ্ব জুড়ে, মার্কিন মুলুক জুড়ে তুমুল আশঙ্কার এক মেঘকে ঘনিয়ে আনতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন। তিনি কী করবেন? নির্বাচনী প্রচার পর্বে যে সঙ্কীর্ণ কট্টর স্বর শোনা গিয়েছিল এই ধনকুবেরের গলায়, তার রূপায়ণ শুরু হবে? বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির দায়িত্ব কার হাতে তুলে দিলেন মার্কিন আম আদমি, সেটা টের পাওয়ার আগেই বড়সড় কোনও অপঘটনা ঘটে যাবে না তো!

ডোনাল্ড ট্রাম্প, আপনার প্রথম তিন নিয়োগ কিন্তু উদ্বেগে ফেলে দিল।

Anjan Bandyopadhyay Donald Trump Sophie Thiel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy