Advertisement
E-Paper

সম্পাদক সমীপেষু

কেন সবাই ধর্ম বদলাননি

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৫ ০০:০১

কেন সবাই ধর্ম বদলাননি

শেলডন পোলক-এর সাক্ষাৎকারটির সঙ্গে (‘মুসলমান শাসকরা জোর করে ধর্মান্তর....’, ১৮-২) পঁচানব্বই শতাংশ প্রাচীন ভারতীয় সংস্কৃতি, ভাষা ও তার সঙ্গে আধুনিক ভারতীয় সংস্কৃতি ও ভাষার সম্পর্ক নিয়ে, মুঘল-পাঠান আমলের ইতিহাস নিয়ে নয়। এর মধ্যে তাঁর একটি আলটপকা উক্তিকে শিরোনামে উন্নীত করা হয়েছে।

অধ্যাপক পোলক মূলত প্রাচীন ভারতের ভাষা ও সংস্কৃতি, বিশেষত সংস্কৃত ভাষার বিশারদ। মূলত ইতিহাসবিদ নন। মুঘল-পাঠান আমলের ইতিহাসবিদ তো নন-ই। কিন্তু শিরোনামের বিষয়টি সম্বন্ধে আর এক জন মার্কিন পণ্ডিত, মূলত ইতিহাসবিদ, দার্শনিকও, কী বলেছেন দেখা যেতে পারে। তাঁর নাম উইল ডুরান্ট। তাঁর ও তাঁর স্ত্রী এরিয়েল লিখিত ‘সভ্যতার কাহিনি’তে (১ম খণ্ড, ১৬শ পরিচ্ছেদ) পড়ি: “সমগ্র মানবজাতির ইতিহাসে সম্ভবত সবচাইতে নিষ্ঠুর কাহিনি হচ্ছে মুসলিমদের ভারত জয়... গজনীর মাহমুদ মথুরার মন্দির থেকে মণিমাণিক্যখচিত স্বর্ণ এবং রৌপ্যমূর্তি সমেত বিশাল পরিমাণ সোনা রুপা ও হিরে-জহরত তুলে নিয়ে গিয়েছিলেন এবং তারপর মন্দির পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিলেন।... সুলতান মহম্মদ বিন তুঘলকের (যাঁকে আমরা শুধু এক খামখেয়ালি রাজা বলে জানি) রাজসভার সামনে হিন্দুদের মৃতদেহের পাহাড় জমে থাকত।” তাঁর পুত্র ফিরুজ শাহ তুঘলকের রাজত্বের ইতিহাস ‘তারিখ-ই-ফিরুজশাহ’-তে আছে, হিন্দুদের জিজিয়া কর দিতে হত এবং মন্দির নির্মাণের শাস্তি ছিল গ্রামকে গ্রাম গণহত্যা। একজন ব্রাহ্মণ ইসলাম গ্রহণে নারাজ হওয়ায় তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। দক্ষিণে টিপু সুলতান কোডাভা সম্প্রদায়ের হিন্দুদের ধরে শ্রীরঙ্গপত্তনমে জোর করে ধর্মান্তর ও সুন্নত করিয়েছিলেন। এ রকম ইতিহাসের শেষ নেই।

জোর করে যদি ধর্মান্তর হয়ে থাকে তা হলে হিন্দুরা সংখ্যাগুরু থেকে গেল কী করে? এর উত্তরও উইল ডুরান্ট দিয়েছেন। “হিন্দুধর্ম বা হিন্দু আচারকে বেআইনি করতে গিয়ে মুসলিম শাসকরা হিন্দুদের হৃদয়ে ধর্মকে আরও গভীর ভাবে প্রোথিত করে দিয়েছিল।” স্মরণীয়, এই মুসলিম শাসনের চাপে জরথুষ্ট্রের ধর্মাবলম্বী ইরান বা বৌদ্ধ ধর্মাবলম্বী আফগানিস্তান বা শিনজিয়াং পুরোপুরি মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু সনাতন ধর্মাবলম্বী ভারতের বেশির ভাগ মানুষের কাছে এই চাপ হার মেনেছিল। পূর্ববঙ্গের মুসলিমরাও সম্ভবত বেশির ভাগই বৌদ্ধ থেকে ধর্মান্তরিত। এই বিপুল জনসংখ্যাকে ধর্মান্তরিত করতে না-পেরে এবং তাদের সাহায্য প্রয়োজন এটা বুঝেই সম্ভবত মুসলিম শাসকরা একটা সহাবস্থান মেনে নিয়েছিলেন।

নেহরুর তত্ত্ব (ইসলামের ঐক্যভাবনা দেখেই নিম্নবর্ণের মানুষরা ইসলাম বরণ করেছিল) সত্য হলে এত নিম্নবর্ণের মানুষ হিন্দু থেকে গেলেন কী করে? বাংলাদেশে যে এক কোটি অমুসলমান আজও আছেন এবং অত্যাচারিত হচ্ছেন তাঁরা বেশির ভাগই নিম্নবর্ণের। তাঁরা ইসলাম গ্রহণ করছেন না কেন?

তথাগত রায়। কলকাতা-৭৩

ভ্রম সংশোধন

আমি লিখেছিলাম, ‘ধর্মে বলপ্রয়োগ নেই। বলা হয়েছে আল কোরানে (৪৯:১১)।’
(‘ধর্মের নামে চরম অধর্ম’, ৪-৩) প্রকৃতপক্ষে এই কথাটি আছে আল কোরানের ২:২৫৬ সংখ্যক সুরায়।
আর ৪৯:১১-র বক্তব্য: এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে বিদ্রূপ কোরো না।

ইমানুল হক। কলকাতা-৬৪

letters to the editor letter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy