Advertisement
E-Paper

সারা দেশের হাজার পড়ুয়া হাজির কলকাতায়! জাতীয় জিমনাসটিক প্রতিযোগিতার সূচনা

১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। যোগ দেবে অনূর্ধ্ব ১৭ ও ১৯ বছরের পড়ুয়ারা। উদ্বোধন আইবি ব্লকের মাঠে হলেও আসলে প্রতিযোগিতাগুলি হবে সাই স্পোর্টস কমপ্লেক্স, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম ও গার্ডেনরিচের বিএনআর স্টেডিয়ামে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর এবং শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় ৬৯তম জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধন হল বিধাননগরের আইবি ব্লক মাঠে। ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। যোগ দেবে অনূর্ধ্ব ১৭ ও ১৯ বছরের পড়ুয়ারা।

উদ্বোধন আইবি ব্লকের মাঠে হলেও আসলে প্রতিযোগিতাগুলি হবে সাই স্পোর্টস কমপ্লেক্স, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম ও গার্ডেনরিচের বিএনআর স্টেডিয়ামে। সারা দেশের ৩১টি রাজ্যের ৯৬০ প্রতিযোগী যোগ দেবে। এদের মধ্যে ৪২১ জন মহিলা ও ৫৪০ জন পুরুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁরা সকলেই দাবি করেন, এ ধরনের প্রতিযোগিতা বাংলার প্রতিভাকে জাতীয়স্তরে তুলে নিয়ে যাবে। পড়াশোনোর পাশাপাশি জাতীয় ও বিশ্বস্তরে খেলাধুলায় যোগ দেওয়ার জন্য স্কুলস্তর থেকেই তৈরি হওয়া প্রয়োজন।

school gymnastics Game Sports
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy