প্রকাশিত হয়েছে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বার পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। চলতি বছর পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছর ছিল ৮৬.৩১ শতাংশ। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। তবে, পাশের হার বৃদ্ধি পেলেও ৯০-এর গণ্ডি অধরাই রইল এবারও। অন্য দিকে, ২০২৫-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ।
এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বোর্ডের স্কুলগুলি নির্দিষ্ট কিছু জেলাকেন্দ্রিক। প্রান্তিক এলাকাতেও পর্ষদের স্কুল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাশের হারের সংখ্যা অন্য বোর্ডগুলির তুলনায় কিছুটা কম। তবে তিনি আরও বলেন, “আমাদের মূল্যায়ন সঠিক ভাবেই হচ্ছে। সেখানে কোনও সমস্যা নেই।”
মাধ্যমিকে রাজ্যের সেরা তিন কৃতী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।
তবে, সার্বিক ফল পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট। অকৃতকার্যের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে অকৃতকার্য হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৫৩ জন। ২০২৪-এ এই সংখ্যা ছিল ১ লক্ষ ৪৫ হাজার ০৪৮ জন। অকৃতকার্যের শতকরা হারে আলিপুরদুয়ারের ছাত্র এবং উত্তর দিনাজপুরের ছাত্রীদের সংখ্যা সর্বাধিক। উল্লেখ্য, এ বছর মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।
তবে একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়াদের সংখ্যাও। চলতি বছরে এমন পড়ুয়ার সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৭১৬ জন। গ্রেডের নিরিখে ‘ডবল এ’ পেয়েছে ১০,৬৫৯ জন , ‘এ প্লাস’ পেয়েছে ২৫,৮২০ জন এবং ‘এ’ পেয়েছে ৯১,২৩৭ জন।