কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের উইমেন স্টাডিজ় রিসার্চ সেন্টার-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ১২ জন সুযোগ পাবেন পিএইচডি পড়ার জন্য। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উইমেন স্টাডিজ়/কলা বিভাগের বিভিন্ন বিষয় (বৌদ্ধ অধ্যয়ন, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন)/হোম সায়েন্স/বিজ্ঞান (মনোবিজ্ঞান, নৃতত্ত্ব)/শিক্ষা বিষয়ে নিয়ে স্নাতকোত্তর পড়েছেন, সেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/স্টেট এলিজিবিলিটি টেস্ট/গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে শুধু ইন্টারভিউ দিতে হবে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে না আগ্রহীদের।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ১০০ টাকা আবেদনমূল্য জমা দেওয়া দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রবেশিকার তারিখ ১২ সেপ্টেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।