বিজ্ঞান বিভাগের তিনটি বিষয়ে পিএইচডির সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি এবং বায়োইনফরমেটিক্স— তিনটি বিষয় নিয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় আয়োজিত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। তবে যাঁরা ইউজিসি-সিএসআইআর নেট/গেট/স্লেট/সেট-এর মতো যোগ্যতা-নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা এমফিল/এমটেক/এমই ডিগ্রিধারী অথবা ইনস্পায়ার বা শিক্ষকতার অন্য কোনও ফেলোশিপ প্রাপক, তাঁদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট আসন সংখ্যা রয়েছে ৯টি।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ জুলাই লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রশ্ন হবে এমসিকিউ-ভিত্তিক। পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে ১৬ জুলাই। এর পর ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের তরফে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। ১০০ টাকার আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।