হাওড়ার সরকারি হাসপাতালে রয়েছে কাজের সুযোগ। মহেশ ভট্টাচার্য হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্রন্থাগারিক পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনকারীর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যই এই সুযোগ। তবে, সে ক্ষেত্রেও কেন্দ্রীয় বা রাজ্য সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ২৫ জুন ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীকে প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং ইন্টারভিউয়ের ঠিকানা-সহ বিস্তারিত তথ্য জানা যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে দেখা যাবে বিজ্ঞপ্তিটি।