কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের মাইক্রবায়োলজি বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। রাজ্য সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে সাম্মানিক মিলবে ২৫ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবন বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৪ জুন ২০২৫ সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীকে। কী কী নথি প্রয়োজন, জানতে প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।