Advertisement
E-Paper

অরণ্য সংরক্ষণের কাজেই হতে পারে আগামীর পেশা, চাকরির সুযোগ কোথায়, কেমন?

জলবায়ু পরিবর্তন, পরিবেশ, অরণ্য সংরক্ষণের কারণে ফরেস্ট রেঞ্জ অফিসার কিংবা ইকোলজিস্টের মতো পদে বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে। এই সমস্ত পদে চাকরির সুযোগ কারা পান, কোন বিষয়ে দক্ষ হতে হয়— তা জেনে নেওয়া যাক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

বিজ্ঞানী থেকে পরিবেশকর্মী, এমনকি রাজনীতির চর্চায় সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণের মতো বিষয়গুলি রয়েছে। এই বিষয় নিয়ে পড়াশোনার উপরেও জোর দেওয়া হচ্ছে যথেষ্ট। কারণ কর্মক্ষেত্রে ফরেস্ট রেঞ্জ অফিসার কিংবা ইকোলজিস্টের মতো পদে বিশেষজ্ঞদের চাহিদাও বেড়েছে।

বিশেষজ্ঞ হতে চাইলে কী নিয়ে পড়তে হবে?

পরিবেশ, বন্যপ্রাণ সংরক্ষণের মতো বিষয়ে আগ্রহীরা ফরেস্ট সায়েন্স, ফরেস্ট্রি, ওয়াইল্ডলাইফ সায়েন্স-এর মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। উল্লিখিত বিষয়ের অধীনে জঙ্গলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণ ব্যবস্থাপনা, ফরেস্ট পলিসি অ্যান্ড ল, রিমোট সেন্সিং, কার্বন ফরেস্ট্রি-র মতো বিষয় শেখার সুযোগ মেলে।

কোন বিভাগে চাকরির সুযোগ?

  • ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইপিএস) অফিসার নিয়োগের পরীক্ষা নিয়ে থাকে। এ ছাড়াও ফরেস্ট রেঞ্জ অফিসার পদেও সরকারি বিভাগের অধীনে চাকরির সুযোগ পাওয়া যায়। এর জন্য উদ্ভিদবিদ্যা, রসায়ন, গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, অ্যানিমেল হাসবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক।

— ফাইল ছবি।

  • এ ছাড়াও ফরেস্ট সায়েন্স, ফরেস্ট্রি, ওয়াইল্ডলাইফ সায়েন্স-এর মতো বিষয় নিয়ে পড়াশোনার পরও চাকরির সুযোগ পাওয়া যায়। এ ক্ষেত্রে সরকারি বনবিভাগ কিংবা পরিবেশ সংরক্ষণ বিভাগে ইকোলজিস্ট, ফরেস্ট সায়েন্টিস্ট, ক্লাইমেট রিসার্চার, ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট, বায়োডায়ভার্সিটি অফিসার পদে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
  • বন্যপ্রাণ এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কাজ করে, এমন সংস্থার অধীনেও ফরেস্ট সায়েন্স-এর স্নাতকেরা চাকরি পেতে পারেন। সে ক্ষেত্রে এনভায়রনমেন্টাল পলিসি অ্যানালিস্ট, ক্লাইমেট চেঞ্জ কনসালট্যান্ট, কার্বন ক্রেডিট অ্যানালিস্ট, সাস্টেনিবিলিটি ম্যানেজার, গ্রিন কমপ্লায়েন্স অফিসার পদেও কাজ করা যেতে পারে।

কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন?

ফরেস্ট সায়েন্স বিশেষজ্ঞদের ফিল্ডে গিয়ে গবেষণা এবং পর্যবেক্ষণ, নমুনা সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ, রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ব্যবহার করে তথ্য সংগ্রহের মতো কাজে দক্ষ হতে হয়। এ ছাড়াও জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে থেকে কাজ করতে হয়, তাই শারীরিক এবং মানসিক ভাবে দৃঢ়তা থাকা প্রয়োজন।

পড়াশোনার সুযোগ?

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিটউট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট অ্যাকাডেমি, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট সায়েন্স, ওয়াইল্ডলাইফ সায়েন্স, ওয়াইল্ডলাইফ কনজ়ারভেশন-এর মতো বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

Indian Forest Services (IFS) wildlife protection Officer Recruitment job prospect
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy