Advertisement
E-Paper

সারা দেশে ১৫টি ‘ডামি’ স্কুলের হদিশ পেল সিবিএসই, তালিকায় কলকাতার এক

শুক্রবার দেশের পাঁচটি রাজ্য এবং দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে স্কুল পরিদর্শনে যান সিবিএসই-র কর্মকর্তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:৪৮
CBSE

সিবিএসই। ছবি: সংগৃহীত।

সম্প্রতি দেশের বেশ কিছু রাজ্যে স্কুল পরিদর্শনে গিয়ে ভুয়ো বা ‘ডামি’ স্কুলের খোঁজ পেল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ডের সমস্ত নির্ধারিত নিয়মবিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই হঠাৎ স্কুল পরিদর্শনে হাজির হন আধিকারিকেরা।

শুক্রবার দেশের পাঁচটি রাজ্য এবং দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে স্কুল পরিদর্শনে যান সিবিএসই-র কর্মকর্তারা। মোট ১৫টি দলে ভাগ হয়ে এই স্কুল পরিদর্শনে সারেন তাঁরা। প্রতিটি দলেই বোর্ডের একজন আধিকারিক ছাড়াও ছিলেন সিবিএসই স্বীকৃত স্কুলের একজন অধ্যক্ষ ছিলেন।

সিবিএসই-র এই স্কুল পরিদর্শন দলের সদস্যেরা দিল্লি, চন্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার একই সময়ে স্কুলে স্কুলে ঝটিকা সফর সারে পরিদর্শক দল। স্কুলগুলি বোর্ড নির্ধারিত নিয়ম মেনে কাজ করছে কি না, স্কুলে কোনও ভুয়ো পড়ুয়ার নাম নথিভুক্ত রয়েছে কি না, সে সব খতিয়ে দেখতেই এই আচমকা পরিদর্শন।

আর এই পরিদর্শনেই উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। জানা গিয়েছে সিবিএসই স্বীকৃত মোট ১৫টি স্কুলকে ভুয়ো বা ‘ডামি’ বলে চিহ্নিত করেছে। এর মধ্যে দিল্লির ৮টি স্কুল, চন্ডীগড়ের ১টি, ঝাড়খণ্ডের ১টি, মহারাষ্ট্রের ২টি, উত্তরপ্রদেশের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পশ্চিমবঙ্গের ১টি স্কুল রয়েছে। কলকাতার সোনারপুর অঞ্চলের অলোক ভারতী মডেল স্কুল এই তালিকাভুক্ত বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

বোর্ডের দাবি, বহু ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন স্কুলে একাধিক পড়ুয়ার নাম নথিভুক্ত রয়েছে কিন্তু তারা স্কুলে আসে না। আবার বেশ কিছু স্কুলে সিবিএসই-র নিয়ম মেনে যথাযথ পড়াশোনার মান বা পরিকাঠামো গড়ে তোলা হয় না। তাই সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখতে মাঝে মাঝে বোর্ডের তরফে আগাম খবর না দিয়েই এই পরিদর্শন করা হয়।

Central Board of Secondary Education CBSE News 2025 CBSE Dummy Schools
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy