দূরশিক্ষা মাধ্যমে একাধিক বিষয় পড়াবে মুম্বই বিশ্ববিদ্যালয়। পড়ুয়ারা স্নাতক, স্নাতকোত্তর ছাড়াও অন্যান্য কোর্সে ভর্তির সুযোগ পাবেন। এমনটা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, চলতি বছরের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য অনলাইনে শুরু করা হয়েছে আবেদন প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড ওপেন লার্নিংয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। সমস্ত কোর্স করানো হবে দূরশিক্ষা এবং অনলাইন মাধ্যমে। আর্টস, কমার্স এবং সায়েন্সের একাধিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে— ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিদ্যা, ইংরেজি, গ্রামীণ উন্নয়ন, সমাজবিদ্যা, পাবলিক রিলেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, গণিত-এর মতো নানা বিষয়। একইসঙ্গে পেশাদারি দু’টি কোর্স মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ় এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং অনলাইনে মনোবিদ্যায় স্নাতকোত্তরও করা যাবে।
আরও পড়ুন:
বিষয় এবং কোর্সের ভিত্তিতে কোর্স ফি-র পরিমাণ আলাদা। প্রতি কোর্সে ভর্তির জন্য আলাদা যোগ্যতামান স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লিখিত।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্যও মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।