২০২৫-২৬ শিক্ষাবর্ষের শীতপ্রধান অঞ্চলের স্কুলগুলির জন্য দশম এবং দ্বাদশের নানা পরীক্ষার সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগামী বছরের জন্য প্র্যাক্টিক্যাল, প্রোজেক্ট অ্যাসেসমেন্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এর দিনক্ষণ জানানো হয়েছে বোর্ডের ওয়েবসাইটে।
সিবিএসই-র নির্দেশিকা অনুযায়ী, দেশ এবং বিদেশে বোর্ড স্বীকৃত স্কুলগুলিতে প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। কিন্তু শীতপ্রধান অঞ্চলগুলিতে ওই সময়ে প্রবল শীত্যের কারণে পরীক্ষার আয়োজন করা সম্ভব নয়। স্কুল বন্ধ থাকার সম্ভাবনাই বেশি। তাই ওই অঞ্চলের স্কুলগুলির প্র্যাক্টিক্যাল-সহ যাবতীয় অ্যাসেসমেন্ট-এর আয়োজন করা হবে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। একইসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষা আয়োজনের যাবতীয় নিয়মাবলি এবং পদ্ধতিও।
আরও পড়ুন:
স্কুলগুলিকে যে কয়েক দফা নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে সিবিএসই, সেগুলি হল—
১) যে প্র্যাক্টিক্যাল ও অন্য অ্যাসেসমেন্ট-এর জন্য পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা বোর্ডকে দ্রুত জানাতে হবে।
২) দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য একবারই ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এর আয়োজন করা হবে। এর পর নির্ধারিত সময়ের মধ্যে স্কুলগুলিকে অনলাইনে তাদের নম্বর আপলোড করতে হবে।
৩) প্র্যাক্টিক্যাল পরীক্ষা আয়োজনের জন্য স্কুলগুলিকে বাইরে থেকে পরীক্ষক এবং পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। এ জন্য তাদের সিবিএসই-র নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৪) নির্ধারিত সময়সীমার মধ্যেই স্কুলগুলিকে সমস্ত পরীক্ষার আয়োজন করতে হবে। এর পর সমস্ত উত্তরপত্র সিবিএসই আঞ্চলিক অফিসে পৌঁছে দিতে হবে।