দীর্ঘ আইনি টালবাহানার পর অবশেষে মেডিক্যালের স্নাতকোত্তরের কাউন্সেলিং শুরু করা হল। চলতি বছরে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (নিট পিজি) উত্তীর্ণদের জন্য কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হল শুক্রবার থেকেই। বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথাই জানিয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)।
গত ৩ অগস্ট দেশজুড়ে নিট পিজি-র আয়োজন করা হয়। এর পর দু’মাসেরও বেশি সময় অতিক্রান্ত। ১৯ অগস্ট পরীক্ষার ফল ঘোষণা করা হলেও কাউন্সেলিংয়ের দিনক্ষণ, আসনসংখ্যা কিছুই জানানো হয়নি কমিটির তরফে। প্রায় ১ লক্ষ ৩৮ হাজার পরীক্ষার সমস্ত ব্যক্তিগত তথ্য ফাঁস, পরীক্ষা পদ্ধতিতে অস্বচ্ছতা এবং পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশ না করা-সহ একাধিক অভিযোগ নিয়ে মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। সুপ্রিম নির্দেশ মেনে এ বছরই প্রথম পরীক্ষার ‘আনসার কি’, ‘রেসপন্স শিট’ এবং ‘কোয়েশ্চেন আইডি’ প্রকাশ করে ন্যাশনাল বোর্ড অফ এক্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। কিন্তু এর পর বিভিন্ন কারণে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানির দিন পিছতে থাকে। ইতিমধ্যে আবার অসাধু উপায় অবলম্বনের জন্য বাতিল করা হয় ২২ জনের পরীক্ষা।
আরও পড়ুন:
আদালতে নিট পিজি সংক্রান্ত পরবর্তী শুনানি হবে আগামী ২৮ অক্টোবর। তার আগেই ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (ফাইমা) কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করল।
নিট পিজি-র কাউন্সেলিংয়ের মাধ্যমে দেশের সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ৫০ শতাংশ অল ইন্ডিয়া কোটার (এআইকিউ) মাধ্যমে এমডি, এমএস-র মতো মেডিক্যালের স্নাতকোত্তরের কোর্সে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।
কাউন্সেলিংয়ের জন্য কী ভাবে নাম নথিভুক্ত করবেন?
১) উত্তীর্ণদের এমসিসি-র ওয়েবসাইট https://mcc.nic.in/-এ যেতে হবে।
২) সেখানে ‘পিজি মেডিক্যাল কাউন্সেলিং ২০২৫’ লেখায় ক্লিক করে ‘নিউ রেজিস্ট্রেশন রাউন্ড ১’ অংশে যেতে হবে।
৩) এর পর তাঁদের সমস্ত তথ্য এবং আবেদনমূল্য জমা দিতে হবে।
৪) সবশেষে, ‘কনফারমেশন পেজ’টি ডাউনলোড করে নিতে হবে।
এর পর পরবর্তী ধাপে উত্তীর্ণদের পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে হবে। কমিটির তরফে এর পর আসন বরাদ্দ করা হবে। তার পর ঘোষণা করা হবে কাউন্সেলিংয়ের ফল। যার ভিত্তিতে নির্ধারিত কলেজে পড়ুয়াদের নথি যাচাইয়ের জন্য উপস্থিত হতে হবে।