দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলের কার্যালয়ে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (ইপিআইএল)। সংস্থায় নির্ধারিত মেয়াদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। এ জন্য ইতিমধ্যেই প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংস্থায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। নিযুক্ত সংস্থার সিভিল বিভাগে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। ১৯৬১ সালের শিক্ষানবিশি আইন মেনে নিযুক্তদের মাসে ১০,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। শিক্ষানবিশদের পোস্টিং হবে গুয়াহাটি বা তার পার্শ্ববর্তী অঞ্চল এবং চেন্নাই বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সংস্থার কার্যালয়ে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে ১৮ থেকে ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য বয়সসীমায় ছাড় থাকবে। আবেদনকারীদের ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এআইসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ জন্য তাঁদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।