বর্তমানে তথাকথিত ডিগ্রি কোর্স করে চাকরি পাওয়ার সম্ভাবনা কমেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই নিত্যনতুন কিছু বিষয়ে দক্ষতা বৃদ্ধিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই স্কুল স্তর থেকে থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়— সমস্ত ক্ষেত্রেই পড়ানো হচ্ছে নানা নতুন বিষয়। আবার কখনও কখনও আয়োজন করা হচ্ছে আলোচনাসভা বা কর্মশালারও। সে রকমই কিছু কোর্স এবং কর্মশালার সন্ধান রইল এই প্রতিবেদনে।
১) আয়কর এবং জিএসটি:
বিষয়টি নতুন নয়। পেশাদারি ক্ষেত্রে প্রবেশের পর উপাজর্নের উপর নির্ভর করে নিজের আয় থেকে কিছু পরিমাণ অর্থ জমা দিতে হয় সরকারকে। আবার কোনও ক্যাফে, রেস্টুরেন্ট বা পরিষেবার জন্য অতিরিক্ত গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) জমা দিতে হয়। কিন্তু এই বিষয়গুলির খুঁটিনাটি খুব বেশি প্রতিষ্ঠানে পড়ানো হয় না। এ বার তাই পড়ুয়াদের সুবিধার্থে একটি স্বল্পমেয়াদি কোর্স করাবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
*কোথায় হবে— অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমে।
*কবে— নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে।
*কত ঘণ্টা চলবে— ৪০ ঘণ্টা। ৩০ ঘণ্টার থিওরি এবং ১০ ঘণ্টার প্র্যাক্টিক্যাল ক্লাস। প্রতি শনি এবং রবিবার ক্লাসের আয়োজন করা হবে।
*কারা আবেদন করতে পারবেন— উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে কোনও ব্যক্তি।
*কোর্স ফি— ৩,৫০০ টাকা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।
২) ইউএক্স/ ইউআই ওয়েব অ্যাপ ডিজ়াইন:
এখনকার অধিকাংশ কাজই কম্পিউটার এবং নির্ভর। বিভিন্ন পণ্য থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নানা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যবহার বেশ প্রচলিত। কিন্তু এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলির নকশা গ্রাহকদের জন্য কতটা আকর্ষণীয় ভাবে তৈরি করা যায় বা তারা অ্যাপ্লিকেশনগুলি কতটা সহজে ব্যবহার করতে পারছেন, তার জন্য জানতে হয় ইউএক্স এবং ইউআই ওয়েব অ্যাপ ডিজ়াইন। এ বার এ বিষয়ে কোর্স করাবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ ভাবে এই কোর্সের আয়োজন করা হবে।
*কোথায় হবে— অনলাইনে।
*কবে— নভেম্বরে।
*কত ঘন্টা চলবে— ১৫০ ঘণ্টা বা ছ’মাসব্যাপী।
*কারা আবেদন করতে পারবেন— উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে কোনও ব্যক্তি।
*কোর্স ফি— ১০,০০০ টাকা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।
৩) হৃদরোগ নিয়ে কর্মশালা:
বিশ্বজুড়ে বেড়েছে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বয়সের বাধানিষেধ ছাড়া স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যুর মতো খবর মাঝেমধ্যেই নজরে আসে। এ বার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের তরফে ‘কার্ডিয়োভ্যাস্কুলার ডিজ়িজ়, মেকানিজ়মস অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। যেখানে বক্তব্য রাখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণিমা দাশগুপ্ত।
*কোথায় হবে— প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স-এ।
*কবে— ১৫ অক্টোবর।
*কত ঘন্টা চলবে— বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চলবে আলোচনাসভা।
*কারা আবেদন করতে পারবেন— উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে কোনও ব্যক্তি।
আরও পড়ুন:
৪) জেনারেটিভ এআই:
কৃত্রিম মেধার সাহায্যে এখন যে কেউ ইন্টারনেট ‘কম্যান্ড’ বা নির্দেশ দিলেই তথ্যসংগ্রহের মাধ্যমে কোনও বিষয়ে লেখা বা ছবি সহজেই বানিয়ে নিতে পারেন। এই বিশেষ প্রযুক্তির নাম— জেনারেটিভ এআই। সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ বার এই বিষয়ে সার্টিফিকেট কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আই আইটি) খড়্গপুর।
*কোথায় হবে— অনলাইনে।
*কত দিন চলবে— ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
*মেয়াদ— আট সপ্তাহ। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
*কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় নিয়ে স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত থেকে পেশাদাররা।
*কোর্স ফি— পড়ুয়াদের জন্য ১০,০০০ টাকা এবং পেশাদারদের জন্য ৩০,০০০ টাকা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।
৫) এআই ও মেশিন লার্নিং:
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তির চাহিদা তুঙ্গে। পেশাগত ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন দক্ষ ব্যক্তির। তাই তাঁদের কথা ভেবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-র তরফে পড়ানো হবে— “অ্যাপ্লিকেশন্স অফ এআই অ্যান্ড এমএল’ শীর্ষক স্বল্পমেয়াদি পেশাদারি কোর্স।
*কোথায় হবে— অনলাইন এবং অফলাইন মাধ্যমে।
*কত ঘণ্টা চলবে— ৬৭ ঘণ্টা ধরে। সপ্তাহে ৫ দিন ক্লাস থাকবে।
*ক্লাস শুরু— ১ নভেম্বর থেকে।
*কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া থেকে পেশাদারেরা।
*কোর্স ফি— পড়ুয়াদের জন্য ২৫,০০০ টাকা এবং পেশাদারদের জন্য ৩২,০০০ টাকা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।