২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)। সোমবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৫টি। তাঁদের সংস্থার কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট-এর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। কর্মস্থল হবে কলকাতায় আইআরসিটিসি-র কার্যালয়ে। কর্মীদের প্রতি মাসে বৃত্তি বাবদ ৯,৬০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
শিক্ষানবিশ পদে আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই-এর শংসাপত্র থাকতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে উল্লিখিত ই-মেল আইডি-তেও। আবেদনের শেষ দিন ২১ জুলাই। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য বিশদে জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।