যুগোপযোগী একাধিক বিষয়ে কোর্স করাবে কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)। সকলের সুবিধার্থে অনলাইনেই সমস্ত কোর্সের ক্লাস চালু করা হল প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞান থেকে ইঞ্জিনিয়ারিং-এর নানা বিষয়ে কোর্স করতে পারবেন স্নাতক থেকে পেশাদার— সকলেই। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আইআইটি কানপুরের তরফে এমটেক, এমএসসি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা নানা কোর্স পড়ানো হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি, অর্থনীতি এবং অন্য বিষয়ে পড়ুয়ারা তাঁদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি করে সমাজের বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে পারবেন।
পড়ুয়াদের জন্য ওয়্যারলেস নেটওয়ার্কস অ্যান্ড মেশিন লার্নিং, আরএফ ইঞ্জিনিয়ারিং, মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই-এ এমটেক-এর সুযোগ রয়েছে। এ ছাড়া, এমএসসি করা যাবে ইকোনমিক্স ও ডেটা অ্যানালিটিক্স-এ এবং পিজি ডিপ্লোমা করা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি এবং রিনিউয়েবেল এনার্জি টেকনোলজি-র মতো নানা বিষয়ে।
আরও পড়ুন:
অনলাইন কোর্সের ক্লাসে পাঠ্যসূচি বিশদে পড়ানো ছাড়াও পড়ুয়াদের প্রযুক্তি সংক্রান্ত দক্ষতাবৃদ্ধির পাঠও দেওয়া হবে। সংশ্লিষ্ট কোর্সগুলিতে আবেদনকারীদের স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা গেট, জ্যাম, সিড, ক্যাট, জিআরই, জিম্যাট-এ অথবা আইআইটি কানপুর আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও প্রতি বিভাগের জন্য আলাদা ভাবে যোগ্যতার মাপকাঠিও স্থির করা হয়েছে।
প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় ছাড় পাবেন পেশাদার, সরকার মনোনীত প্রার্থী অথবা প্রতিরক্ষা দফতরে কর্মরতরা।
জাতীয় শিক্ষানীতি মেনে স্নাতকোত্তরের কোর্সগুলি দু’বছরের পরিবর্তে চার বছরের মধ্যে এবং পিজি ডিপ্লোমা কোর্সগুলি এক বছরের বদলে দু’বছরের মধ্যে শেষ করার সুবিধাও পাবেন।