দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ। জেলার কড়াই চেঁচড়া আশ্রম হোস্টেল শিক্ষকতার সুযোগ রয়েছে। এ জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংশ্লিষ্ট হোস্টেলে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নথি জমা দেওয়া যাবে আগামী ২৯ অক্টোবর থেকে।
জেলার তপন ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ চেঁচড়া আশ্রম হোস্টেলে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে প্রথমে নিয়োগ হবে। এর পর প্রয়োজনে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
আবেদনকারীদের সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। এ ছাড়া কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকও হতে হবে।
প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৭ নভেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।