যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় শুরু হয়েছে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শাখার যে সমস্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে, সেগুলি হল— পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভূগোল, জিওলজি, লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি এবং ইন্সট্রুমেন্টেশন সায়েন্স। বিভিন্ন বিভাগে কত আসন রয়েছে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
আরও পড়ুন:
বিজ্ঞানের বিভিন্ন বিভাগে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট/ সেট/ গেট/ আইসিএমআর নেট/ ডিবিটি-নেট/ আয়ুষ-নেট/ আইকার-নেট-এর মতো জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও।
পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে না।
আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এর জন্য অনলাইনে আবেদনমূল্য বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্র, আবেদনমূল্যের রসিদ এবং অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।