কার্ডিয়াক ফাইব্রোসিস নিয়ে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, একটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে বিশ্ববিদ্যালয়ে। সেখানে নির্ধারিত মেয়াদে কাজ করতে হবে নিযুক্তকে। প্রার্থীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং দি ইমিউন কন্ট্রোল অফ অ্যান্টি-ইনফ্ল্যামিটরি অ্যান্টি-ফাইব্রোটিক-সুইচ ইন কার্ডিয়াক ফাইব্রোসিস’। এ জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
প্রকল্পে একজন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। যা শর্তসাপেক্ষে সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে। প্রতি মাসে তাঁকে সাম্মানিক বাবদ ২৭,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া জরুরি। পাঁচ বছর ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। তাঁদের বিজ্ঞানের যে কোনও বিষয়ে ব্যাচলর্স অথবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।