বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তরের পর পিএইচডি-র সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে পিএইচডি-র সুযোগ মিলতে পারে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, স্বল্পসংখ্যক আসনের জন্য আগ্রহীরা অফলাইনে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
সংশ্লিষ্ট বিভাগে মোট ২০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য রাখা হবে কিছু আসন।
পিএইচডি-তে আবেদনকারীদের লাইফ সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস-এ স্নাতকোত্তর হতে হবে। বাকি যোগ্যতার মাপকাঠি ইউজিসি নির্ধারিত নিয়ম মেনে স্থির করা হয়েছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। কিন্তু যাঁরা নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা জাতীয় স্তরের ফেলোশিপ প্রাপক, তাঁদের যোগ্যতা মূল্যায়ন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষা হবে ৬ নভেম্বর দুপুর ১২টায়। পরীক্ষা চলবে দু’ঘণ্টা ধরে। পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউধর্মী। পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে ৬ নভেম্বর। ৭ নভেম্বর সকাল ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।