গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে চলতি বছরের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর রেজিস্ট্রেশন। তখনও পরীক্ষার সময়সূচি জানায়নি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। রবিবার রাতে পরীক্ষার দিন জানিয়ে দিল এনটিএ।
জানানো হয়েছে, চলতি বছর ৩১ ডিসেম্বর থেকে ইউজিসি নেট শুরু হবে। চলবে ৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। দেশজুড়ে বেশ কিছু বাছাই করা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে। ইউজিসি নেট-এর ১০ দিন আগে পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ বা কোন শহরের কোন কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন, সেই নথি প্রকাশ করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ প্রকাশ করা হবে সেই নথি।
আরও পড়ুন:
চলতি বছরের ইউজিসি নেট মোট ৮৫টি বিষয়ের উপর নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে। পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং অনগ্রসর শ্রেণিভুক্ত এবং তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত প্রার্থীদের যথাক্রমে ১,১৫০, ৬০০ এবং ৩২৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে।
প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়। গত বছর এনটিএ আয়োজিত একাধিক পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস-সহ নানা বিতর্ক তৈরি হয়। সে জন্য নেটের জুন পর্বের পরীক্ষা প্রথমে বাতিল করে পুনর্বার পরীক্ষার আয়োজন করা হয়। জুন পর্বের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পিছিয়ে যায় ডিসেম্বর পর্বের পরীক্ষার দিনক্ষণও।