কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (ইপিআইএল)-এ। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে সে কথাই জানানো হয়েছে সংস্থার ওয়েবসাইটে। সংস্থায় নির্ধারিত মেয়াদে কাজের সুযোগ রয়েছে। নিযুক্তদের দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে। এ জন্য শুধুমাত্র অফলাইনে আগ্রহীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।
সংস্থায় ম্যানেজার (গ্রেড-২) পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে ১৮টি। নিযুক্ত সংস্থার আইটি এবং আইসিটি সাপোর্ট সার্ভিসেস বিভাগে কাজের সুযোগ মিলবে। তাঁদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর কর্মীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক চার বছর পর্যন্ত করা হতে পারে। নিযুক্তদের কর্মস্থল হবে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, উত্তরাখণ্ডে। তবে সংস্থার প্রয়োজনে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে। প্রতি মাসে বেতন বাবদ নিযুক্তদের ৫০,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।
আরও পড়ুন:
সমস্ত পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। আইটি বিভাগের ম্যানেজার পদের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা আইটি-তে বিই বা এমসিএ-তে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি থাকতে হবে চার বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে, অন্য বিভাগে সংশ্লিষ্ট পদে আবেদনের মাপকাঠিও আলাদা।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৯ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।