রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণামূলক কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গবেষণা প্রকল্পের জন্য অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। অর্থ সাহায্য করবে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। এ জন্য অনলাইনেই আবেদনপত্র জমা নেওয়া হবে।
প্রকল্পের জন্য ফিল্ড ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। তাঁদের ‘কোট্যাক-আইআইটিএম সেভ এনার্জি মিশন স্পোক অ্যাট আইআইটি খড়্গপুর’ প্রকল্পে গবেষণার কাজ করতে হবে। তাঁদের কাজের মেয়াদ থাকবে মেয়াদ ৩০ মাস বা দু’বছর ছ’মাস। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪৫ বছর। এ ছাড়া, তাঁদের ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ কেমিক্যাল/ এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের সঙ্গে চার থেকে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরের পর দু’ থেকে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রে যাঁরা এনার্জি ম্যানেজমেন্ট বা এনার্জি অডিটিং ক্ষেত্রে কাজ করেছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।