বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামে কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত প্রতিষ্ঠানের তরফে বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানানো হয়েছে। এ জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানে কিউরেটর-বি পদে নিয়োগ হবে। শূন্যপদ সাতটি। মিউজ়িয়ামে প্রদর্শনীর জন্য নানা বিষয় তত্ত্বাবধান করতে হবে নিযুক্তদের। তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের এমএসসি-তে ফার্স্ট ক্লাস বা বিই/ বিটেক-এ ফার্স্ট ক্লাসের সঙ্গে ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। এ জন্য সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১,৭৭০ টাকা। আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।