বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণাধর্মী কাজে ইচ্ছুক ব্যক্তিদের সুযোগ দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পে গবেষক নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রের অর্থ সাহায্যে পরিচালিত হবে। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। প্রকল্পের নাম— ‘ডেভেলপমেন্ট অফ অ্যান আল্ট্রা-লো পাওয়ার অ্যানালগ ফ্রন্ট-এন্ড সার্কিট অ্যান্ড মেশিন লার্নিং অ্যাসিস্টেড প্রসেসিং ইউনিট ফর অ্যাসেসমেন্ট অফ এয়ার ফিল্টার পারফরমেন্স ইন অ্যান আইএকিউএম সিস্টেম।’ এটি কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের চিপস টু স্টার্ট আপ প্রোগ্রামের অর্থপুষ্ট।
প্রকল্পটিতে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। উভয় পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর নিযুক্তের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিযুক্তকে মাসে ৪০,০০০ টাকা এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে নিযুক্তকে মাসে ৪৫,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
উভয় পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে আবেদনকারীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক থাকতে হবে। যাঁদের ইলেকট্রনিক সায়েন্স-এ এমএসসি রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। একই ভাবে অন্য পদটির জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর তাঁদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।