মনোবিদ্যায় ইন্টিগ্রেটেড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করল পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। এ জন্য মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফে সাইকোলজি বা মনোবিদ্যায় ইন্টিগ্রেটেড বিএসসি অ্যান্ড এমএসসি কোর্স পড়ানো হবে। সংশ্লিষ্ট কোর্সে এখনও কিছু আসন খালি রয়েছে, সেই আসনগুলিতেই পড়ুয়া ভর্তি নেওয়া হবে।
যে পড়ুয়ারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বা কলা বিভাগে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
ইন্টিগ্রেটেড কোর্সটিতে জাতীয় শিক্ষানীতি মেনে, তিন বছর বা চার বছরের স্নাতক কোর্সের পর স্নাতকোত্তরের যেমন সুযোগ থাকছে, তেমনই গবেষণার অভিজ্ঞতা-সহ চার বছরের স্নাতকের সুযোগ পাওয়া যাবে। থাকবে ‘মাল্টিপল এন্ট্রি-এক্সিট’-এর সুবিধাও।
পড়ুয়াদের উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোর্সে ভর্তি নেওয়া হবে। এ জন্য তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ অক্টোবর।