এ বছরের মেডিক্যাল স্নাতকের ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র ফল প্রকাশিত। চলতি মাসের ১৪ তারিখ প্রকাশ করা হয় ফল। পরীক্ষায় উত্তীর্ণরা এ বার দেশের বিভিন্ন নামী সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। কিন্তু ভর্তির ক্ষেত্রে খরচ কোনও বাধা হয়ে দাঁড়াবে না তো? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন।
চলতি বছরে নিট ইউজি (মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা)-তে উত্তীর্ণ হয়েছেন ১২.৩৬ লক্ষ জন। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর দেশের ৭৮০ মেডিক্যাল কলেজে ১,১৮,১৯০টি আসনে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। এ জন্য নিট উত্তীর্ণদের কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য এবং জাতীয় স্তরের কলেজগুলিতে ভর্তি নেওয়া হবে। কাউন্সেলিংয়ে অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-এর মাধ্যমে দেশের বিভিন্ন নামী প্রতিষ্ঠানের ১৫ শতাংশ আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। বাকি ৮৫ শতাংশে স্টেট কোটা কাউন্সেলিং অর্থাৎ বিভিন্ন রাজ্যের নিজস্ব কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। পড়ুয়ারা এমস, জিপমার-এর পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়, ডিমড বিশ্ববিদ্যালয়, রাজ্যের সরকারি এবং বেসরকারি কলেজে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন। এ বছরের নিট ইউজি কাউন্সেলিংয়ের দিন ক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গত বছর যে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকা প্রকাশ করে, সেই তালিকাতেও প্রথম দশে ছিল সরকারি এবং বেসরকারি বেশ কিছু কলেজ। সেগুলি হল—
১) এমস দিল্লি
২) পিজিআইএমআর চণ্ডীগড়
৩) ক্রিশ্চান মেডিক্যাল কলেজ ভেলোর
৩) নিমহ্যান্স বেঙ্গালুরু
৪) জিপমার পন্ডিচেরি
৫) সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস লখনউ
৬) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
৭) অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটোর
৮) কস্তুরবা মেডিক্যাল কলেজ মণিপাল
৯) মাদ্রাজ মেডিক্যাল কলেজ অ্যান্ড গভর্নমেন্ট জেনারেল হসপিটাল
১০) ড. ডি ওয়াই পাতিল বিদ্যাপীঠ, পুণে
এ বার দেশের এই বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে এমবিবিএস পড়ার বার্ষিক খরচের ফারাকটা এক ঝলকে দেখে নেওয়া যাক—
সরকারি কলেজ
১) এমস দিল্লি— ৬ হাজার টাকার বেশি
২) মাদ্রাজ মেডিক্যাল কলেজ, চেন্নাই— ১৮ হাজার টাকার বেশি
৩) জিপমার পন্ডিচেরি— ৬ হাজার টাকার বেশি
৪) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়— ১ লক্ষ টাকার বেশি
৫) এমস ভুবনেশ্বর— ৬ হাজার টাকার বেশি
বেসরকারি কলেজ
১) ক্রিশ্চান মেডিক্যাল কলেজ— ৮৪ হাজার টাকার বেশি
২) কস্তুরবা মেডিক্যাল কলেজ মণিপাল— ৭০ হাজার টাকার বেশি
৩) অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটোর— ৭৭ হাজার টাকার বেশি
৪) ড. ডি ওয়াই পাতিল বিদ্যাপীঠ, পুণে— ২৯ হাজার টাকার বেশি
৫) সেন্ট জনস মেডিক্যাল কলেজ, বেঙ্গালুরু— ৮ লক্ষ টাকার বেশি
হিসাব অনুযায়ী, সরকারি কলেজে এমবিবিএস পড়ার খরচ মোট ১ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা। অন্য দিকে, বেসরকারিতে এই খরচ বেড়ে দাঁড়ায় মোট ৫০ লক্ষ থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা।