একটি বেসরকারি সংস্থার অর্থ সহায়তায় গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নন-ইনভেসিভ ইন্টার্যাক্টিভ হিউম্যান মনিটিরিং সিস্টেমস’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে বেসরকারি সংস্থা বিজি কন্সট্রাকশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড।
প্রকল্পে নিয়োগ হবে পোস্ট ডক্টরাল ফেলো পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ন’মাস।
আরও পড়ুন:
প্রকল্পে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৬৭,০০০ টাকা।
আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি পার্সোন্যালিটি অ্যাসেসমেন্ট সংক্রান্ত কাজের দক্ষতা থাকতে হবে।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৮ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।