ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণী-তে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সেখানে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টার অপারেটর নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক স্থির করা হবে তাঁর শিক্ষাগত যোগ্যতা-সহ অন্য শর্ত মেনে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। যাঁদের বিজ্ঞানে স্নাতক বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, প্রয়োজন ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতা।
আরও পড়ুন:
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত মেল আইডি-তে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই। এর পর লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।