কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) থেকে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে পাবলিক সিস্টেমস, সোশ্যাল ওয়েলফেয়ার এবং ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এর জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
ম্যানেজমেন্ট স্টাডিজ় বা ম্যানেজমেন্ট সায়েন্স-এর বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা স্পেশালাইজ়েশন করতে চান, তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করতে পারবেন। এটি আংশিক বা পূর্ণ সময়ের একটি কোর্স। আসনসংখ্যা ৩০। সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার করা যাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ডিসিশন সায়েন্স, ইনফরমেশন সিস্টেম, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট, লেবার ওয়েলফেয়ার, কমিউনিটি ডেভেলপমেন্ট, চাইল্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ক্রিমিনোলজি-সহ নানা বিষয়ে।
আরও পড়ুন:
আইআইএসডব্লিউবিএম-এর সংশ্লিষ্ট বিষয়ের কোর্সটি আংশিক এবং পূর্ণ সময়— দু’ভাবেই করা যাবে। ন্যূনতম তিন বছর থেকে সর্বাধিক ছ’বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। পড়ুয়াদের পাশাপাশি কর্মরতরাও যাতে এই কোর্স করতে পারেন, তাঁর জন্য এই ব্যবস্থা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানানো যাবে অফলাইনেও। আগামী ১১ জুলাই আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং গবেষণার বিষয় সংক্রান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া যাবে।