প্রকাশিত হল ২০২৬ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগ্জ়ামিনেশন (সিআইএসসিই)-র দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। বৃহস্পতিবার কাউন্সিলের তরফে প্রকাশ করা হয় বিস্তারিত সূচি। জানানো হয়েছে, দু’টি শ্রেণির পরীক্ষাই হবে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে।
সিআইএসসিই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। দ্বাদশের পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি থেকে। আগামী ৬ এপ্রিল পরীক্ষার শেষ দিন।
বিষয়ের উপর নির্ভর করে দশমের বিভিন্ন বিষয়ের পরীক্ষা শুরু হবে সকাল ৯টা বা ১১টা থেকে। দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রেও বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সকাল ৯টা বা দুপুর ২টো থেকে। প্রতি শ্রেণিতেই পরীক্ষার জন্য বরাদ্দ সময় দুই অথবা তিন ঘণ্টা। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। প্রশ্নপত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে থেকে।
চলতি বছরে প্রায় ২ লক্ষ ৬০ হাজার পড়ুয়া আইসিএসইপরীক্ষা দেবেন। আইএসসি দেবেন দেড় লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের জন্য কাউন্সিলের তরফে ২০১৭ সাল থেকে দু'টি পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে https://cisce.org/archive-library/#icse ওয়েবসাইটে।
উল্লেখ্য, গত বছর আইসিএসই পরীক্ষা শুরু হয় ১৮ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ২৭ মার্চ। আইএসসি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলে ৫ এপ্রিল পর্যন্ত।