Advertisement
E-Paper

শ্রেণিকক্ষে কী ভাবে কাজ করবে কৃত্রিম মেধা! ছাত্র-শিক্ষকদের শেখাবেন বিশেষজ্ঞেরা

রসায়ন, পদার্থবিদ্যার মতো বিষয়ে কৃত্রিম মেধার সংযোজন এবং তার বাস্তব প্রয়োগ সম্পর্কিত বিষয়ে আগ্রহীদের পাঠদান করবেন এআই বিশেষজ্ঞরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৪:৩৪
AI in College Education.

শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রতীকী চিত্র।

২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী কলেজে কলেজে স্নাতক স্তরের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে কৃত্রিম মেধা। অথচ এই বিষয়ে পাঠদানের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই, রয়েছে বিশেষজ্ঞের অভাবও। ফলে খামতি থেকে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে, অভিযোগ উঠছিল এমনই। সেই সমস্যা সমাধানে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির জন্য বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। বিভিন্ন তথ্য-প্রযুক্তি (আইটি) সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কৃত্রিম মেধার দক্ষতা বৃদ্ধির জন্য ‘এআই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স’ চালু করা হচ্ছে। তারই প্রাথমিক পর্যায়ে ‘এআই চ্যাম্প ইন্ডিয়া’ শীর্ষক সংস্থার বিশেষজ্ঞরা সিটি কলেজে একটি ব্রিজ কোর্সের ক্লাস করাবেন বলে জানা গিয়েছে।

এক সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞরা জানান, কৃত্রিম মেধার ব্যবহার বাড়লে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়েছে। আবার নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে পড়াশোনা করলে তবেই কাজের সুযোগ পাওয়া যাবে ভবিষ্যতে, এমন ধারণাও তৈরি হয়েছে। এই ভাবনা কতটা বাস্তব, তা নিয়েও আলোচনা প্রয়োজন। তাঁদের দাবি, সবটাই আশঙ্কার নয়।

সিটি কলেজের পাঠ্যক্রমের আনুষ্ঠানিক সূচনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, “কৃত্রিম মেধা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ায় পেশাগত ভাবে বিভিন্ন বিষয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারই সঙ্গে খানিকটা আশঙ্কার মেঘ জমছে। বলা যায় কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাই বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে।” এতে পড়ুয়াদের ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট করা সহজ হতে পারে তাঁর দাবি। জানা গিয়েছে, সিটি কলেজে আগামী ২৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত চলবে এই বিশেষ প্রশিক্ষণ।

Experts will conduct a bridge course in artificial intelligence at City College.

সিটি কলেজে কৃত্রিম মেধার একটি ব্রিজ কোর্সের ক্লাস করাবেন বিশেষজ্ঞরা। নিজস্ব চিত্র।

কিন্তু ঠিক কী কী শেখানো হবে?

এই কোর্সের মাধ্যমে কৃত্রিম মেধা কী, বিষয়টি কী ভাবে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগের পাঠদানে সহায়ক হয়ে উঠতে পারে, তা-ই শেখাবেন বিশেষজ্ঞরা।

‘এআই ফর এভরিওয়ান’ (সকলের জন্য কৃত্রিম মেধা) শীর্ষক ওই কোর্সে যোগ দেওয়ার সুযোগ পাবেন গণিত, রসায়ন, পদার্থবিদ্যার মতো বিষয়ের স্নাতক পড়ুয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক বা অধ্যাপকেরা। তবে, যাঁরা কৃত্রিম মেধা নিয়ে পেশাগত ভাবে কাজ করতে আগ্রহী, তাঁরাও ক্লাস করার সুযোগ পাবেন।

‘এআই চ্যাম্প ইন্ডিয়া’-র উদ্যোক্তা পীযূষ রঞ্জন ঘোষ বলেন, “প্রাথমিক স্তরে পাঁচজন বিশেষজ্ঞকে নিয়ে সিটি কলেজের সঙ্গে এই কোর্স চালু করা হল। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন কলেজে বিশেষজ্ঞরা ক্লাস করাবেন।” কলেজ শিক্ষক ও অধ্যাপকদের জন্যও যে আলাদা প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে, তা-ও জানিয়ে দেন পীযূষ। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে পাঠদানের জন্য প্রয়োজন ৫০০-র বেশি শিক্ষক-শিক্ষিকার।

এই বিষয়ে স্কটিশ চার্চ কলেজের শিক্ষক অনুপা সাহার দাবি, বর্তমানে বিষয়ভিত্তিক পাঠ্যক্রম যথেষ্ট জটিল। ফলে বিগত কয়েক বছরে বিজ্ঞান শাখার সাধারণ বিষয়গুলিতে ভর্তি হওয়ার প্রবণতা ক্রমশ কমছে। অন্য দিকে কলেজগুলিতে শিক্ষক-শিক্ষিকা পর্যাপ্ত পরিমাণে না থাকায় দ্রুত সিলেবাস শেষ করা বা নির্দিষ্ট সময়ে ফল প্রকাশেও সমস্যা হচ্ছে। তিনি বলেন, “সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কোর্স কিছুটা হলেও পড়ুয়াদের উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহী করে তুলবে।”

Artificial Intelligence Course City College
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy