স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের কাজ শেখানো হবে। যাঁরা মেরিন বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি-র মতো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাঁরা এই সুযোগ পাবেন। আসনসংখ্যা ২৯।
কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র তরফে রুশা ইন্টার্নশিপ প্রোগ্রাম-এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে এবং ফিল্ডে গিয়ে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষে পাঠরতরা।
আরও পড়ুন:
প্রশিক্ষণ চলাকালীন স্নাতক স্তরের পড়ুয়ারা ৮,০০০ টাকা এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ১২,০০০ টাকা প্রতি মাসে ভাতা হিসাবে পাবেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রশিক্ষণ চলবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। ৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। ওই দিনের মধ্যে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং মেরিন কিংবা কোস্টাল ইকোসিস্টেম নিয়ে কাজ করতে কেন আগ্রহী, তা নিয়ে একটি লিখিত ব্যাখার নথি পাঠানো আবশ্যক। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।