Advertisement
E-Paper

ভিন্‌ রাজ্য থেকে প্রায় তিন হাজার আবেদন, বৃদ্ধি করা হল কলেজে ভর্তির সময়সীমা

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য এই সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট তিন লক্ষ ২৫ হাজার ৩৪২ জন নাম নথিভুক্ত করেছেন পোর্টালে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ২১:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অন্য রাজ্য থেকে বাংলায় এসে পড়ার আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রায় তিন হাজার আবেদন ইতিমধ্যে জমা হয়েছে অভিন্ন পোর্টাল মারফত। এই পোর্টালের মাধ্যমে কলজে ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল উচ্চ শিক্ষা দফতর। আবেদন প্রক্রিয়ার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়ও বৃদ্ধি করে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য এই সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃদ্ধি করা হয়েছে।

তবে, ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার জেরে তালিকা প্রকাশ করায় আইনি সমস্যার কারণেই কী সময়সীমা বৃদ্ধি? শিক্ষামহলের একাংশ এক দিকে যখন এই প্রশ্ন তুলছে তখন সরকারের ব্যাখ্যা, লক্ষাধিক আবেদন জমা পড়া এবং ভিন্‌ রাজ্য থেকে পড়ুয়ারা যাতে আবেদন করতে পারেন, সে জন্যই প্রথম পর্বের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, ইতিমধ্যে ভিন্‌ রাজ্য থেকে আবেদনের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তিন লক্ষের বেশি পড়ুয়া আবেদন করেছেন এখনও পর্যন্ত।

এখনও পর্যন্ত বাংলার বাইরে কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ২২টি রাজ্য থেকে আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে আন্দামান ও নিকোবর থেকে ৫৪টি আবেদন জমা পড়েছে। এ ছাড়াও সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড থেকেও বহু সংখ্যক পড়ুয়া আবেদন করেছেন বলে খবর উচ্চ শিক্ষা দফতর সূত্রে। এ প্রসঙ্গে নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের প্রাক্তন সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘‘সময়সীমা বাড়িয়ে সেটা স্বাগত। কিন্তু ওবিসি সংরক্ষণের আইনকে ফাঁকি দিয়ে কোনও কিছু করলে পুনরায় জটিলতা সৃষ্টি হবে।’’

১৮ জুন (বুধবার) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারছেন পোর্টালে। ব্রাত্য জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যে ৬টা পর্যন্ত মোট তিন লক্ষ ২৫ হাজার ৩৪২ জন নাম নথিভুক্ত করেছেন পোর্টালে। আবেদন করেছেন ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪জন। মোট ২৯০১ জন ভিন্‌ রাজ্যের বাসিন্দা। চ্যাটবট ‘বীণা’ উত্তর দিয়েছে ৩৩ হাজার ২৬৭ জনের প্রশ্নের। আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি হওয়ার জেরে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী বাকি প্রক্রিয়ার যে সময়সীমা নির্ধারিত ছিল, তাও পরিবর্তন হবে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

Centralised Admission Portal OBC Reservation in Admission 2025 UG Admission Deadlock for OBC Case 2025 Admission 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy