প্রাথমিকের পর এ বার মাধ্যমিক। স্থগিত রাখা হল সাধারণ বদলি (জেনারেল ট্রান্সফার)। স্কুল শিক্ষা দফতরের তরফে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হবে উচ্চ প্রাথমিক স্তরে সাধারণ বদলি।
স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চ প্রাথমিক নিয়োগে শূন্যপদের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, নবম-দশমের এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগপ্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় সাধারণ বদলি চালু থাকলে নানা জটিলতা হতে পারে বলে আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘শিক্ষা দফতর যে যুক্তি দেখিয়ে শিক্ষক শিক্ষাকর্মীদের জেনারেল ট্রান্সফার বন্ধ করে রাখতে চাইছে তা একেবারেই যুক্তিযুক্ত নয়। নিয়োগের জন্য যে শূন্যপদের কথা বলা হয়েছে সেখানে সরকার তো শুধু তার সংখ্যা জানিয়েছে, স্কুলভিত্তিক শূন্যপদ তো এখনও প্রকাশ করেনি। তা হলে সামান্য কিছু আবেদন যেগুলো ২০২২ সালের সেপ্টেম্বর মাস বা তার আগে থেকে পড়ে আছে সেগুলো সমাধান করে দিল না কেন। সরকার সব ক্ষেত্রেই আইনি জটিলতা তৈরি করে শিক্ষক শিক্ষাকর্মীদের কোর্টে ঠেলে দিতে চায়!’’
আরও পড়ুন:
উল্লেখ্য, শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়্যাল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার, এবং মেডিক্যাল গ্রাউন্ড ট্রান্সফার-এর যাবতীয় কাজ হয় উৎসশ্রী পোর্টাল মারফত। তবে, উৎসশ্রী পোর্টালটি প্রাথমিক স্তরে সাধারণ বদলির ক্ষেত্রে শূন্য আসনের তালিকা নিয়ে নানা জটিলতার কারণে ২০২২ থেকে টানা বন্ধ রয়েছে। বদলি বন্ধের মেয়াদ শেষ হচ্ছিল ৩০ জুন। কিন্তু সোমবারই ‘এলিমেন্টারি স্কুল এডুকেশন’ বিভাগের তরফে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে পোর্টালে বদলির আবেদন নেওয়া আরও ছ’মাস বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ওই পোর্টালও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। যদিও উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার চালু রয়েছে।