আরও একবার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন (সিজিএলই) নেওয়া হবে। স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের একটি কেন্দ্রে আগুন লাগার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছিল। সেই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১৪ অক্টোবর আবার পরীক্ষা দিতে পারবেন।
অন্যদিকে, পরীক্ষা বাতিল বিতর্কের আবহেই ‘রিমোট হ্যাকিং’-এর অভিযোগ প্রকাশ্যে আসে। যে সমস্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাঁদের পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এ ছাড়াও ভুয়ো শংসাপত্র জমা দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থী হিসাবে পরীক্ষা দিয়েছেন, এমন প্রার্থীদের চিহ্নিত করেছে কমিশন। এ ক্ষেত্রেও অভিযুক্তেরা আর কখনওই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।
আরও পড়ুন:
এ ছাড়াও কমিশনের তরফে ‘ফিডব্যাক পোর্টাল’-এর মাধ্যমে ১৮,৯২০ হাজার মন্তব্য জমা পড়েছে। ওই অভিযোগ খতিয়ে দেখে যাঁরা যাঁরা যান্ত্রিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেনি, তাঁদের দ্বিতীয় বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে। সেই পরীক্ষা ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করেছে কমিশন।
১৫ অক্টোবর থেকে প্রশ্নপত্র চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছরের পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিলেন ২৮ লক্ষেরও বেশি প্রার্থী। পরীক্ষা দিয়েছেন ১৩ লক্ষ ৫০ হাজার জন। দেশের ১২৬টি শহরে ৪৫টি শিফটে ২৫৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছিল কমিশন।