কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক, সহকারী (অ্যাসিস্ট্যান্ট) অধ্যাপক, যুক্ত (অ্যাসোসিয়েট) অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এডুকেশন, ইংরেজি, হিন্দি, গণিত, সংস্কৃত, বটানি, ইকোনমিক্স, ল, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোজ়ফি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-সহ আরও বিভাগে মোট ২০টির বেশি শূন্যপদ রয়েছে। আবেদনকারীকে বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
যোগ্যতা
অধ্যাপকের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সহকারী (অ্যাসিস্ট্যান্ট) অধ্যাপকের ক্ষেত্রে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর হতে হবে। নিট উত্তীর্ণ হতে হবে।
যুক্ত (অ্যাসোসিয়েট) অধ্যাপকের ক্ষেত্রে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর হতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনের সর্বোচ্চ বয়ঃসীমা ৪০ বছর। তবে, এসটি, এসসি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ছাড় রয়েছে। এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি:
https://www.cbpbu.ac.in/ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। সেখান থেকে রিক্রুটমেন্টে গেলে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তির বিষয় বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy