Advertisement
২১ ফেব্রুয়ারি ২০২৪
HR

কী ডিগ্রি থাকলে এইচআর হওয়া যায়, চাকরির কী সুযোগ রয়েছে

এই প্রতিবেদনে এইচআর কী ভাবে হওয়া যায়, কী কাজ করতে হয়, যোগ্যতা কী প্রয়োজন, সেই সব খুঁটিনাটি আলোচনা করা হল।

এইচআর।

এইচআর। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:১৫
Share: Save:

বহু বছর ধরেই এইচআর (হিউম্যান রিসোর্স অফিসার) পদের চাকরির চাহিদা রয়েছে। বিভিন্ন বড় এবং ছোট, সব ধরনের সংস্থাতেই এইচআর নিয়োগ করা হয়। এই প্রতিবেদনে এইচআর কী ভাবে হওয়া যায়, কী কাজ করতে হয়, যোগ্যতা কী প্রয়োজন, সেই সব খুঁটিনাটি আলোচনা করা হল।

মূলত কোনও সংস্থার সমস্ত কর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের সুসম্পর্ক বজায় রাখা, কর্মীদের সমস্যার কথা জানা, এবং সমাধান করাই এইচআর-এর কাজ। পাশাপাশি, সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রেও এইচআর এর ভূমিকা রয়েছে।

এইচআর নিয়ে পড়ার কী সুযোগ রয়েছে?

 • শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।
 • দ্বাদশ শ্রেণি পাশ করার পর এইচআর ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সুযোগ থাকে। অনেক সময় এই বিষয় নিয়ে পড়ার জন্য শিক্ষার্থীকে প্রবেশিকা পরীক্ষা দিয়ে কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়।
 • শিক্ষার্থীরা এইচআর বিষয়ের উপর ইন্টার্নশিপও করতে পারেন।
 • স্নাতক হওয়ার পর পরবর্তী পড়াশোনার জন্য এমবিএ করার সুযোগ থাকে।

বিশেষ কী দক্ষতা থাকতে হয়?

 • কম্পিউটারের উপর বিশেষ দক্ষতা থাকতে হয়। বিশেষত, এমএস অফিস সফটওয়্যারের উপর।
 • সংস্থার সঙ্কটকালীন পরিস্থিতি সামলানোর মানসিকতা থাকতে হয়।
 • কর্মীদের সঙ্গে ভাল যোগাযোগ স্থাপনের দক্ষতা থাকা ভাল।
 • সমস্যার সমাধানের মানসিকতা থাকতে হয়।
 • সহানুভূতির? মানসিকতা থাকতে হয়।
 • সময়জ্ঞান থাকতে হয় এক জন এইচআর ম্যানেজারের।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয় এইচআর ম্যানেজমেন্ট?

 • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (রাঁচি)
 • জেভিয়ার ইনস্টিটিউট অফ সোশ্যাল সার্ভিস (রাঁচি)
 • ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইনস্টিটিউট (গুরুগ্রাম)
 • ন্যাশনাল ইনস্টিটিউট অফ পার্সোনেল ম্যানেজমেন্ট
 • বর্ধমান বিশ্ববিদ্যালয়
 • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট
 • ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ কলকাতা।

এছাড়াও পশ্চিমবঙ্গ এবং ভারতে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে এইচআর ম্যানেজমেন্টের উপর কোর্স করানো হয়। তবে, ইংরেজি বা অন্য কোন বিষয়ে স্নাতক হওয়ার পরেও এইচআর নিয়ে পড়া যায়, এবং এই বিষয়ের উপর পেশা নির্বাচন করা যায়।

চাকরির উন্নতির সুযোগ

বর্তমানে প্রায় সমস্ত সংস্থাই এইচআর নিয়োগ করে থাকে। তাই এই বিষয়ের উপর পাশ করার পর এক জন প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভবনা যথেষ্ট। কিন্তু প্রথমেই এইচআর ম্যানেজার হওয়ার সম্ভবনা প্রায় থাকে না বলাই ভাল। কারণ, এইচআর ম্যানেজার ধাপে ধাপে হওয়া যায়। কোনও সংস্থায় প্রথমে এইচআর ট্রেনি হওয়া যায়, এর পর ধীরে ধীরে পদোন্নতি হয়। পরে এইচআর ম্যানেজার হওয়ার সুযোগ থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE