ইংরেজিতে কথোপকথন শিখতে আগ্রহী? খোঁজ করছেন কোনও প্রতিষ্ঠানে পড়ার? তা হলে খোঁজ নিতে পারেন ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটিতে। সম্প্রতি এই প্রতিষ্ঠান দিচ্ছে এক বছরের ডিপ্লোমা কোর্সের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কমিউনিকেটিভ ইংরেজি পড়াবে এই প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষা ও সংস্কৃতিচর্চা কেন্দ্রের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি সোম এবং শুক্রবার বেলা সাড়ে ৩টে থেকে ইংরেজি বিভাগে ক্লাস হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। এক বছরের ডিপ্লোমা কোর্সটি মোট দু’টি সেমিস্টারে আয়োজন করা হয়েছে। প্রতি কোর্সে ৩৫০০ টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ কোর্সমূল্য ৭ হাজার টাকা। গ্রামার, ভোকাবুলারি, অফিসার ডকুমেন্ট ড্রাফট করা-সহ আরও বিষয়ে পড়ানো হবে এই কোর্সে। অগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ক্লাস।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগে জমা দিতে হবে আবেদনপত্র। ২১ অগস্ট বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।