ডিআরডিও-র অধীন গবেষণাগার দেবে কাজ শেখার সুযোগ। পড়াশোনা করতে করতেই ওই সুযোগ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা। ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে পাঁচ জনকে। সংস্থার অধীনস্থ ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি— আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স-এ প্রশিক্ষণ চলবে।
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং ফিজ়িক্স বিষয়ে পড়াশোনা করছেন, এমন পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
ইন্টার্ন হিসাবে অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। প্রশিক্ষণ ছ’মাস পর্যন্ত চলবে। প্রশিক্ষণের পর শংসাপত্র দেবে ডিআরডিও। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভাতা হিসাবে ৫,০০০ টাকা দেওয়া হবে। ১ জানুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু হতে চলেছে।
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের নাম ২৫ ডিসেম্বর ঘোষণা করা হবে।